আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5402

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 নভে. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ১.বাংলাদেশ ইসলামিক ব্যাংকে ডিপিএস রেখে মুনাফা খাওয়াকে হালাল হবে কি? ২. আমার কাজে কিছু সুদের টাকা আসে সেটা দিয়া আমি আমার ভা, ভাবি, বোন অথবা দূরের আত্মীয় কে উপহার দিতে পারবো কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শরীয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংকে ডিপিএস করা জায়েজ। তবে শুধু ইসলামী না হলেই হবে না, ইসলামী নিয়ম কানুন মেনে চলতে হবে। ২। না, উপহার হিসেবে সুদের টাকা কাউকে দিতে পারবেন না। সুদের টাকা গরীদেরকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন।