আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 540

নামায

প্রকাশকাল: 23 জুলাই 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। ঈশার সালাতে কসর ২ রাকাত পরার সময় ভুলে দিতীয় রাকাতে সালাম ফিরানোর বদলে দাঁড়িয়ে যাই। সুরা ফাতেহা পরার পর মনে হয়। এমাতবস্থায়, কি করা উচিত? তিন রাকাত পরে সাহু সিজদাহ সহ সালত শেষ করব? নাকি চার রাকাত পুরা করে সাহু সিজদাহ সহ সালত শেষ করব? যাযাকুমুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালম।আপনার উপর কর্তব্য হচ্ছে দ্বিতীয় রাকাআতের বসায় ফিরে যাওয়া। এবং সাজদায়ে সাহু দিয়ে নামায শেষ করা।