আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5394

নামায

প্রকাশকাল: 5 নভে. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ফরজ সালাতে সালাম ফিরানোর সঠিক পদ্ধতি কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেব উভয় সালাম ফিরানোর পর মুক্তাদি সালাম ফিরানো উত্তম। তবে ইমাম সাহেবের সালাম ফিরানো শুরু করার পর যদি মুক্তাদি সালাম ফেরায় তবুও নামায হয়ে যাবে। তবে ইমাম সাহেবের আগে সালাম ফিরানো যাবে না। বিস্তারিত জানতে দেখুন