আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5392

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 নভে. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার স্ত্রী অনলাইনে হোমমেড খাবারের ব্যবসা করে। পণ্য বিক্রির জন্য মাঝে মাঝে ফোনে কথা বলার প্রয়োজন হয় এবং মাঝে মাঝে অনলাইনে লাইভে আসতে হয়। আমার প্রশ্ন হল আমি বা আমার স্ত্রী কি ফোনে কথা ও লাইভ করতে পারবে কিনা। আমার দ্বিতীয় প্রশ্ন হল আমি কি আমার শশুর কে যাকাতের টাকা প্রদান করতে পারবো কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ব্যবসার প্রয়োজনে যে কারো সাথে কথা বলতে পারবেন এবং পর্দার সাথে লাইভে আসতেও সমস্যা নেই। তবে পরিবার চালানোর মত যথেষ্ট উপার্জন যদি আপনার থাকে তাহলে এভাবে আপনার স্ত্রীর জন্য ব্যবসা না করা ভালো বলে মনে হয়। কারণ এই কথা বলা বা লাইভে আসাটাও অনেক সময় অবৈধ কাজের সূচনা হতে পারে। অনলাইনে মেয়েদেরকে উত্তপ্ত করার প্রবণতাও খুবে বেশী, এতে আপনার স্ত্রীর মানসিক সমস্যাও হতে পারে।অনলাইনে ব্যবসা করলে সারাক্ষন মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়, এতে পরিবারের জরুরী কাজ, যেটা শুধু মহিলারায় করে থাকে সে সব কাজও ব্যহত হতে পারে।