আমার পরিবার এবং আমার বিধবা শাশুরীর ভরনপোষন দেওয়ার পরিপূর্ণ সামর্থ থাকা সত্তেও, আমার শাশুরীর চাওয়ায় আমার অনিচ্ছা বুঝিয়ে বলার পরেও আমার স্ত্রী কর্পোরেট চাকরী করছে। অনেকদিন বুঝানোর পর সে মাথায় হিজাব দিয়ে অফিস এ যায়, কিন্তু তাকে পায়ের মোজা, ফুলহাতা জামা পরে না, চোখে কাজল আর লিপ্সটিক দিতে নিষেধ করলেও সেগুলো ব্যবহার করে। আমার শাশুরীকে বুঝাতে বললে সেও নিরব ভুমিকা পালন করে। এমতাবস্থায় সংসারে শান্তি বজায় রেখে কিভাবে এই গুনাহের পথ থেকে ফিরে আনতে পারি? উল্লেখ্য আমার শাশুরী নামাজি এবং বোবকা পরে।