আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5381

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 অক্টো. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সহবাসের আগে আথবা পরে কোন ধরনের পিল ব্যবহারের হুকুম কি? দয়া করে কোরআন সুন্নার আলোকে জানালে উপকৃত হবো ……জাযাকাল্লাহ্

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।ভরন-পোষন করতে পারবে না এই ভয়ে কারো জন্য পরিবার পরিকল্পনা তথা জন্ম নিয়ন্ত্রন জায়েজ নেই। আল্লাহ কুরআনে বলেছেন,وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না, আমি তাদের এবং তোমাদেররিযিক দান করি। নিশ্চয় তাদের হত্যা করাটা হবে বড় গোনাহ। সূরা বনী-ইসরাইল, আয়ত,৩১। সূরা আনয়ামের ১৫১ নং আয়াতেও আল্লাহ তায়ালা এমনটি বলেছেন। যদি স্ত্রী অসুস্থ থাকে, ছোট বাচ্চা থাকে, নতুন সন্তান হলে তার লালন পালনে কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে জন্ম নিয়ন্ত্রন জায়েজ আছে। সেটা পিলে মাধ্যমে হতে পারে। আর যদি বিনা কারণে তথা ভরন-পোষণের ভয় নেই, অন্য কোন সমস্যাও নেই তাহলে এই অবস্থায় জন্ম নিয়ন্ত্রন অনুচিত কাজ। সন্তান আল্লাহর বিশেষ দান । অধিক সন্তান নেওয়ার ভিতরই আল্লাহর রহমত। আল্লরহর রাসূল, অধিক সন্তানের জন্য উৎসাহ দিয়েছেন। বৃদ্ধ বয়সে মানুষের দৈহিক ও আত্মিক নিরাপত্তা ও শান্তির জন্য বেশী সন্তান অধিক সহায়ক।