আমার পিতামাতা একেবারে বৃদ্ধ নন, আমার বাবা ইনকাম করেন কৃষি কাজের মাধ্যমে । আমি শুদু আমার ছোট ভাইয়ের পড়াশুনার খরচ দেই. এই টাকা দেয়া টি আমার বউ পছন্দ করে না। তাকে বুঝালাম পিতামাতার/ভাই বোন এর খরচ দেয়া ফরজ। আমার পিতামাতা আমার টাকা পয়সার জন্য আশা করেন।আমি কিভাবে ইনসাফ করবো দুই পক্ষের মধ্যে।