আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5379

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 অক্টো. 2020

প্রশ্ন

আমার পিতামাতা একেবারে বৃদ্ধ নন, আমার বাবা ইনকাম করেন কৃষি কাজের মাধ্যমে । আমি শুদু আমার ছোট ভাইয়ের পড়াশুনার খরচ দেই. এই টাকা দেয়া টি আমার বউ পছন্দ করে না। তাকে বুঝালাম পিতামাতার/ভাই বোন এর খরচ দেয়া ফরজ। আমার পিতামাতা আমার টাকা পয়সার জন্য আশা করেন।আমি কিভাবে ইনসাফ করবো দুই পক্ষের মধ্যে।

উত্তর

আপনার সামর্থ্য অনুযায়ী আপনার স্ত্রী এবং ছেলেমেয়েদের প্রয়োজন পূরণ করবেন। তদ্রুপ সামর্থ্য অনুযায়ী পিতা-মাতা এবং ভাইবোনদের সহযোগিতা করবেন। আপনার স্ত্রীর অধিকার নেই, আপনার ভাইবোনদের সহযোগিতা করতে আপনাকে বাধা দেওয়া। তার যদি কোন বৈধ প্রয়োজন থাকে তাহলে আপনাকে বলবে, সম্ভব হলে আপনি পূরণ করবেন। স্ত্রীর এমন ব্যবহার অগ্রহনযোগ্য, পরিবারের শান্তির অন্তরায়। সুতরাং তার এ কথায় কান দিবেন না।