আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ) বলেছেন: (ভাবার্থ) কবরে তিনটি ঠিক উত্তর দিলে,৪র্থ প্রশ্ন হবে তুমি জানলে কি করে? বলবেঃ আমি কুরআনের আয়াত পড়ে জেনেছি। অধমের অনুরোধ এই সংক্রান্ত বিষয়ের তথ্য প্রমাণ জানাবেন দয়া করে।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5369
আখিরাত
প্রকাশকাল: 11 অক্টো. 2020
আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ) বলেছেন: (ভাবার্থ) কবরে তিনটি ঠিক উত্তর দিলে,৪র্থ প্রশ্ন হবে তুমি জানলে কি করে? বলবেঃ আমি কুরআনের আয়াত পড়ে জেনেছি। অধমের অনুরোধ এই সংক্রান্ত বিষয়ের তথ্য প্রমাণ জানাবেন দয়া করে।
জ্বী, এটা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। নীচে উক্ত হাদীসের অংশবিশেষ উল্লেখ করলাম।وَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولاَنِ لَهُ : مَنْ رَبُّكَ فَيَقُولُ : رَبِّىَ اللَّهُ. فَيَقُولاَنِ لَهُ : مَا دِينُكَ فَيَقُولُ : دِينِى الإِسْلاَمُ. فَيَقُولاَنِ لَهُ : مَا هَذَا الرَّجُلُ الَّذِى بُعِثَ فِيكُمْ قَالَ فَيَقُولُ : هُوَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-. فَيَقُولاَنِ : وَمَا يُدْرِيكَ فَيَقُولُ : قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ অর্থ: তার কাছে (কবরে রাখার পর মৃত ব্যক্তির কাছে) দুজন ফেরেশতা আসবেন, তারপর মৃত ব্যক্তিকে বসিয়ে বলবেন, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। তখন তাহারা বলবে, তোমার ধর্ম কি? সে বলবে, আমার ধর্ম ইসলাম। তারপর তারা বলবে, যে ব্যক্তিকে তোমার কাছে পাঠানো হয়েছিলো তিনি কে? সে বলবে, তিনি আল্লাহর রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তখন ফেরেশতারা বলবে, তোমাকে এগুলো কে জানিয়েছে? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তা সত্য বলে বিশ্বাস করেছি। এটা একটা লম্বা হাদীসের অংশ বিশেষ ।সুনানু আবু দাউদ, হাদীস নং ৪৭৫৫ (পরিচ্ছেদ, কবর ও কবরের আযাবের মাসআলা); মুসনাদু আহমাদ, হাদীস নং ১৮৫৫৭। হাদীসটি সহীহ।