আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5368

সালাত

প্রকাশকাল: 10 অক্টো. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । ১/ আমি একজন প্রবাসী, আমি যেখানে থাকি মাঝে মাঝে আযান শুনা যায়না বৃষ্টি বা অন্য কারণে। তখন অনেক সময় আমি নামাজে এক বা দুই রাকাত পড়ার পর আজান শুনি তখন কি আমার নামাজ আবার শুরু থেকে পড়তে হবে? ২/আজান শেষ হওয়ার আগে আমি যদি নামাজ শুরু করি তাহলে কি কোনো সমস্যা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযের ওয়াক্ত বা সময় হওয়ার পর নামাপ পড়লে নামায শুদ্ধ হয়ে যাবে। আজান পড়ের দিলেও সমস্যা নেই। আজান শেষ হওয়ার আগে নামায শুরু করলে সমস্যা নেই, যদি আজান ঠিক সময়ে দিয়ে থাকে। আপনি নামাযের স্থানীয় স্থায়ী সময়সূচী সংগ্রহ করবেন। সেখান থেকে সময় দেখে নামায পড়বেন।