আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5367

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 9 অক্টো. 2020

প্রশ্ন

মৃত মানুষকে খাট থেকে কবরে নামানোর সময় কোন উপায় না পেয়ে /ভুলক্রমে মৃত ব্যাক্তিকে উপর তুলে নীচ দিয়ে এক পাশ থেকে অন্য পাশে আসতে পারবে? এই বিষয়ে কোন মতামত থাকলে জানাবেন।

উত্তর

মৃত ব্যাক্তিকে উপর তুলে নীচ দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া না জায়েজ নয়, এটা কোন অপরাধ নয়।