আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5348

প্রকাশকাল: 20 সেপ্টে. 2020

প্রশ্ন

কোন খাদ্য পণ্যের বা অন্য কোন পণ্যের প্যাকেটের গায়ে যদি আব্দুর রহমান, মু্হাম্মাদ এই সব নাম লিখা থাকে কোম্পানির ঠিকানা বা তার নাম হিসেবে, যেমন-শহীদ তাজউদ্দীন আহমেদ সরণী, আব্দুর রহমান ফুডস। এবং এই সব পণ্যের প্যাকেট মানুষ ভোগ করার পর যেহেতু নালা নর্দমায় ও রাস্তা ঘাটে ফেলে দেয়, সে কারনে কি উক্ত নাম সমূহের বা আল্লাহ ও রাসুল (দঃ) এর নাম এর অবমাননা হচ্ছে বা কোন প্রকার গুনা হবে? এবং উক্ত পেকেটের পণ্যের চাকুরি করা,ব্যবসা করা ও উক্ত পণ্যটি ভোগ করা কি বৈধ হবে? আর পেকেটগুলো কি সংরক্ষণ করতে হবে?

উত্তর

না, এই সব প্যাকেট ফেলে দেওয়র দ্বারা আল্লাহ ও রাসুল সা. এর নামের কোন অবমাননা হবে না, এই সব কোম্পানীতে চাকুরী করা, এই সব পণ্য ব্যবহার করা সম্পূর্ণ হালাল। এই প্যাকেট সংরক্ষনে কোন দরকারে নেই। তবে যত্রতত্র ফেলে পরিবেশ দূষন করবেন না, নির্দিষ্ট ময়লা ফেলার স্থানে ফেলে দিবেন।