আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5347

বিবাহ-তালাক

প্রকাশকাল: 19 সেপ্টে. 2020

প্রশ্ন

শায়েখ আমি একজন প্রবাসি, মালেশিয়া থেকে। আপনার কাছে আমার প্রশ্ন হলোঃ আমি প্রথমে বিয়ে করেছিলাম কোর্ট ম্যারিজে, তার কিছুদিন পর আবার ফ্যামেলীর সম্মতি নিয়ে পারিবারিক ভাবে বিয়ে করেছিলাম।

বিয়ের পর পরই আমি মালেশিয়াই চলে আসি। বছর তিনেক পেরোতেই আমার সহধর্মিণী আমাকে না জানিয়ে ডির্ভোস পেপার পাঠাই আমার কাছে। এখন ইসলাম শরীয়তের বিধান অনুযায়ী এটা কি তালাক হয়েছে?

উত্তর

ডিভোর্স পেপার ও বিয়ের কাবিননামা নিয়ে একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করুন। এই দুটি পেপার না থেকে সমাধান দেওয়া সম্ভব নয়। তবে আপনি যদি তাকে তালাক নেওয়ার অনুমতি না দেন তাহলে তালাক হবে না।