আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল।
১/গোসল ফরজ হলে আমি কি গোসল না করে বিভিন্ন দোয়া পড়তে বা আল্লাহ কে ডাকতে পারবো, আওয়াজ করে বা মনেমনে?
২/ফরয নামাজের পরে যে তাসবী গুলি ৩৩ বার পড়তে হয় তা যদি বেশি হয় কোনো সমস্যা হবে?
৩/আমরা সাধারণত তাসবী গুলি পড়ি ডানহাতের করগুনে কিন্তু যদি আমি ডানহাতে কোনো কাজ করি তখন যদি বামহাতের করগুনে পড়ি তাহলে কি গুনা হবে?