আসসালামু আলাইকুম, আমাদের মসজিদের ইমাম একবার বলেছেন বুখারীতেও জাল যইফ হাদিস আছে। কিন্তু আমার জ্ঞান বুখারী ও মুসলিম শরীফে কোন যইফ হাদিস আনা হয়নি। আসলে কি তাই? যইফ হাদিস থাকলে তার রেফারেন্স কি দেয়া যাবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। আপনি ঐ ইমাম সাহেবকেই জিজ্ঞাসা করুন বুখারীর কোন হাদীসটি জাল বা যয়ীফ। আমাদের জানামতে বুখারী ও মুসলিম কোন জাল-যইফ নেই।