আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কয়েকটি প্রশ্ন, কত বছর বয়সে ছেলেদের জন্য জামাতে নামাজ ওয়াজিব হয়? আর জামাতে নামাজের ক্ষেত্রে মা বাবার অনুমতি লাগবে কী? মা বাবা অনুমতি না দিলে বরং জামাতে নামাজ আদায় করতে না করলে বা যেতে না দিলে সন্তানের করণীয় কি? আর কোন কোন সময় জামাত তরক করা যায়? আর আরেকটি প্রশ্ন, নফল রোজা রাখতে হলে কী বাবা মার অনুমতি লাগবে? যদি বাবা মা নফল রোজা রাখার অনুমতি না দেয় তবে সন্তানের করণীয় কি?
প্রশ্নগুলোর উত্তর দিলে বেশ উপকৃত হবো।