আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5331

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 সেপ্টে. 2020

প্রশ্ন

কোন শাস্ত্রের মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা ও দুর্বলতা যাচাইয়ের নিয়ম কানুন জানা যায়?

উত্তর

علوم الحديث (উলুমুল হাদীস) শাস্ত্রের মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা ও দুর্বলতা যাচাইয়ের নিয়ম কানুন জানা যায়। এটা কয়েক বছরের পড়াশোনার মাধ্যমে হবে না। আরবী ভাষাতে ব্যাপক পারদর্শীতার সাথে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্বাবধানে দীর্ঘদিন পড়াশোনা করলেই কেবল এই বিষয়ে কম-বেশী জ্ঞান অর্জন করা সম্ভব।