আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 533

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 জুলাই 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ধনবান হওয়ার জন্য কোন দুআ আছে কি? যা সবসময় পড়া যাবে? আপনার রাহে বেলায়াত ও কুরেআনে থাকলে জানাবেন? বর্তমানে খুব টাকা পয়সার সমস্যায় আছি। মহান আল্লাহ আপনাকে অনেক জ্ঞান বৃদ্ধি করুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি এমন দুআ করেন যেন আল্লাহ তায়ালা আপনাকে প্রয়োজন পরিমান সম্মানজনক রিজিক দান করেন। রিচ ম্যান হওয়ার দুআ করার দরকার নেই। প্রয়োজনী পরিমান রিযিকের জন্য আপনি কুরআনের এই দুআটি নফল নামাযের সাজদাতে, দুআ মাসূরার সময়ে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং হাদীসের এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় পাঠ করবেন, اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى এছাড়া রাহে রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করবেন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে পর্যাপ্ত পরিমান হালাল রিযিক দান করুন।