আস-সালামু আলাইকুম… আমি একজন ফ্রিল্যান্সার। আমার কাজ হলো ফটো এডিটিং বা ছবির কাজ। এতে মহিলা মডেলের ছবিতে কাজ করতে হয়। কাজ হলো মুখের তিল, ব্রণ, ফাটা দাগ দূর করা, অমসৃণকে মসৃণ করা, চেহারাকে সুন্দর করা, শরীরে কোনো দাগ থাকলে তা পরিষ্কার করা ইত্যাদি। আমার প্রশ্ন হলো, উক্ত কাজকে জীবিকা উপার্জনের মাধ্যম বানানো বৈধ হবে কি? এ ব্যাপারে শরীয়তের বিধান জানালে কৃতজ্ঞ হব।