আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5310

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 আগস্ট 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আমার একটি প্রশ্ন আছে। একটু বিস্তারিত লিখলাম। আমরা দুই ভাই, এক বোন। মা আছে। বাবা মারা গেছে। আমাদের বসবাস করার জন্য একটি বাড়ি আছে ২২ শতাংশ জমির উপর এবং মাঠে চাষের জন্য ২০০ শতাংশ জমি আছে। আমার বোন ছোট বেলা থেকে আমার বাবার সাথে কথা বলতো না ডাকতো না। আমার মায়ের সাথেও খুব খারাপ আচরণ করে। বোন সবার বড়। বোনকে বিয়ে দিয়েছি। ইসলামের কোনো কিছু আমার বোন পালন করে না। আমার বড় ভাইয়ের সাথেও কথা বলে না। সামনে আসলে গালিগালাজ করে। বাড়ির পাশের মানুষের সাথেও প্রতিদিন ঝগড়া করে এবং সবসময় এমন সব কথা বলে যা শুনলে যেকোন মানুষ গোলমাল করবে। এখন আমরা আমাদের বোনের সকল সম্পত্তি বুঝিয়ে দিয়ে সম্পর্ক ছিন্ন করতে পারবো কি? সে অনেক শির্ক কথা বলে এবং কাজ করে। যে কেউ বোঝালেও কোন বুঝ মানে না। সম্পদ বলতে কি কি দিতে হবে? বাড়ির জমি, ঘর এবং অনান্য কোনগুলো? লেখায় ভুল হলে মাপ করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।সম্পর্ক ছিন্ন মূলত একটা মানসিক বিষয়। সম্পর্ক ছিন্ন করার দরকার নেই। সম্পর্ক ছিন্ন না করেও এই সব ঝামেলা এড়ানো সম্ভব। কাজ ছাড়া তার বাড়িতে যাওয়া-আসা না করে, তার সাথে অপ্রয়োজনীয় কথা না বলে ঝগড়া-ফাসাদ এড়ানো সম্ভব। এভাবে সম্পর্কও ছিন্ন হবে না, আবার তার অনিষ্ঠতা থেকে বেঁচে থাকাও সম্ভব। অর্থাৎ মনের দিকে দিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, তবে তার অত্যাচার থেকে বাঁচতে তার থেকে দূরে থাকবেন। সম্পদ বলতে বুঝাবে আপনার পিতার মালিকানার সকল সম্পদ। বাড়ি, বাড়ির জমি, মাঠের জমি, গাছপালা, গরু-বাছুর সবই। সকল সম্পদ থেকে ইসলামী বিধান অনুযায়ী তার প্রাপ্য আপনারা তাকে দিয়ে দিবেন।