আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আমার একটি প্রশ্ন আছে। একটু বিস্তারিত লিখলাম। আমরা দুই ভাই, এক বোন। মা আছে। বাবা মারা গেছে। আমাদের বসবাস করার জন্য একটি বাড়ি আছে ২২ শতাংশ জমির উপর এবং মাঠে চাষের জন্য ২০০ শতাংশ জমি আছে। আমার বোন ছোট বেলা থেকে আমার বাবার সাথে কথা বলতো না ডাকতো না। আমার মায়ের সাথেও খুব খারাপ আচরণ করে। বোন সবার বড়। বোনকে বিয়ে দিয়েছি। ইসলামের কোনো কিছু আমার বোন পালন করে না। আমার বড় ভাইয়ের সাথেও কথা বলে না। সামনে আসলে গালিগালাজ করে। বাড়ির পাশের মানুষের সাথেও প্রতিদিন ঝগড়া করে এবং সবসময় এমন সব কথা বলে যা শুনলে যেকোন মানুষ গোলমাল করবে। এখন আমরা আমাদের বোনের সকল সম্পত্তি বুঝিয়ে দিয়ে সম্পর্ক ছিন্ন করতে পারবো কি? সে অনেক শির্ক কথা বলে এবং কাজ করে। যে কেউ বোঝালেও কোন বুঝ মানে না। সম্পদ বলতে কি কি দিতে হবে? বাড়ির জমি, ঘর এবং অনান্য কোনগুলো? লেখায় ভুল হলে মাপ করবেন।