আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5309

শিরক-বিদআত

প্রকাশকাল: 12 আগস্ট 2020

প্রশ্ন

আমরা যদি বলি, ভাই খুব খারাপ অবস্থায় আছি, একটা চাকরী দে। আবার যদি বলি অমোক আমাকে বা তাকে চাকরী দিছে। এরকম কথা বলা কি শিরক। আর যদি শিরক হয়, তাহলে আমরা এ কথা গুলো কিভাবে বলতে পারি।

উত্তর

না, এগুলো শিরক নয়। শিরক সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. লিখিত কুরআন সুন্নাহের আলোকে ইসলামী আকীদা বইটি।