আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5303

যাকাত

প্রকাশকাল: 6 আগস্ট 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ১। আমার ভাতিজা বেকার। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। সে তার পিতার সাথে থাকে। তার পিতা মোটামুটি সচ্ছল। কিন্তু ভাতিজা নিজ স্ত্রী-সন্তানের জন্য মৌলিক চাহিদা পূরণে তার পিতার নিকট থেকে সর্বদা শতভাগ সহযোগিতা পায় না। এমতাবস্থায় ভাতিজাকে যাকাতের টাকা দেয়া যাবে?
২। সুদখোরকে কি যাকাতের টাকা দেয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রথম কাজ হলো যদি তার পিতার সন্তানকে প্রয়োজনীয় সহায়তা করার সামর্থ্য থাকে তাহলে সে যেন সন্তানের প্রয়োজনের প্রতি খেয়াল রাখে। যদি তারপরও আপনার ভাতিজা প্রয়োজনীয় অর্থ না পায় তাহলে তাকে যাকাত দিতে পারবেন, যদি সে যাকাতের হকদার হয়ে থাকে। ২। সুদখোর যদি গরীব মুসলিম হয় তাহলে যাকাত দিতে সমস্যা নেই। তবে যাকাত দেওয়ার সময় কিছু পদক্ষেপ গ্রহন করবেন, কিছু উপদেশ দিবেন যাতে সে সুদ থেকে বিরত থাকে।