আস-সালামু আলাইকুম। আমি একটি প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রোডাক্টের মধ্য কিছু মাদকদ্রব্য সংমিশ্রণ আছে। এবং যে দেশে প্রোডাক্ট টা বিক্রি করি সেখানের সরকার সেটার অনুমতি দিছে সেটা নেশা করা যাবে না এবং পরিমান মতো যে কেউ চাইলে ক্রয় করতে পারে এবং ওই প্রডাক্ট গুলোর অনুমোদন তাদের স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া হয় এবং সেটা বিশ্বের সেরা স্বাস্থ্য বিভাগ এবং দূর্নীতি ইত্যাদি চান্স ০% বললে চলে। এখন সমস্যা হচ্ছেঃ যে প্রোডাক্ট টা নিয়ে আমি কাজ করি এটা আমাদের দেশেও আমরা গ্রহণ করি বিভিন্ন ধরনের ঔষধের সাথে। আমিও যে প্রোডাক্ট নিয়ে কাজ করি ওটা ক্যান্সার রোগী হতে বাচ্চাদের কেও দেওয়া হয় গ্রহণ করতে পরিমান মতো ও ত্বকে ব্যাবহার করা হয় ইত্যাদি। কিন্তু ওটায় মাদকদ্রব্য সংমিশ্রণ আছে, আমি যদি ওটা নিয়ে কাজ করি তাহলে কি আমি গুনাহের কাজ করা হবে? যেহেতু আপনি কিন্তু ওটা গ্রহণ করছেন বিভিন্ন ধরনের ঔষধের সাথে। কিন্তু ওদের দেশে ভিন্ন ভাবে এটা দেওয়া হয় বা বিক্রি হয়? আশা করি আমার সমস্যার সমাধান আছে!!?