আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5296

সালাত

প্রকাশকাল: 30 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম
এই lockdown এর কারণে আমি আমার বাসায় সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়ি। যেহেতু আমি কুরআন হিফয করেছি আমার পরিবার আমাকে ইমামতির দায়িত্ব দিলো। কিন্ত ভুলের উপরে কেও নেই। একদিন নামাজ শেষ করে আমার একটু সন্দেহ হয় তাই আমি কুরআন শরিফ খুলে চেক করলাম। দেখি যে আমার সত্যি এক জায়গায় ভুল হয়েছে। যেহেতু আমার পরিবারের কেও হাফিয না এই কারণে তারা আমাকে লোকমা দিতে পারেন নি। এখন কি আমাদের নামাজ হয়েছিল? যদি না হয় তাহলে এখন কি করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কী ভুল হয়েছে লিখলে ভালো হতো। যদি এমন ভুল হয়ে থাকে যার কারণে অর্থ বড় ধরণের পরিবর্তন হয়েছে তাহলে নামায পূনরায় আদায় করতে হবে, আর যদি অর্থের ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন না হয় তাহলে নামায হয়ে যাবে।