আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5293

বিবিধ

প্রকাশকাল: 27 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমার পাশের বাসার এক আন্টি তাদের বাসায় উৎপাত করতে থাকা তিনটি বিড়াল ছানা বস্তায় ভরে দূরে ছেড়ে আসতে বলেন। আমি সেগুলো রাস্তার পাশের একটা ছোট জঙ্গলে বস্তাখুলে ছেড়ে দিয়ে আসি। আমার বড় বোন পরে আমাকে বিড়ালের সাথে অত্যাচারের পরিণতি সম্পর্কে বলে। আমি এখন মানসিকভাবে অনুতপ্ত। আমার এই গুনাহ মাফের কি কোনো সুযোগ আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, বিড়ালের বাচ্চা দূরে ছেড়ে দিয়ে আপনি কোন অন্যায় বা গুনাহ করেন নি। সুতরাং মানসিকভাবে অনুতপ্ত হওয়ার কোন প্রয়োজন নেই। বিড়াল-কুকুর অত্যাচার-উৎপাত করলে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য দূরে ছেড়ে আসাতে কোন সমস্যা নেই।