আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5272

সালাত

প্রকাশকাল: 6 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ইমাম যদি কেরাত ভূল (লাহনে জলী) পড়ে,মুক্তাদি যদি তার থেকে অধিক বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, তাহলে এ ক্ষেত্রে নামাজের বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি এমন কুরআন এমন ভুল পড়ে যে,অর্থ বড় ধরণের পরিবর্তনে হয়ে যায় তাহলে বিশদ্ধ তেলাওয়াতকারীর তার পিছনে নামায হবে না। পূনরায় নামায পড়তে হবে।