আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5259

হালাল হারাম

প্রকাশকাল: 23 জুন 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ নৌবাহিনীর অন্তর্গত একটি স্কস্কুলে পড়ি। এখানে এক ক্লাসে ছেলে-মেয়ে সবাই পড়াশোনা করে। আমাদের স্কুলে বোরখা পড়ার অনুমতি নেই। আমি স্কার্ফ দিয়ে যতটুকু সম্ভব পর্দা করি। এখন আমার প্রশ্ন হলো এই স্কুলে পড়লে কী আমার গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পর্দা করা ফরজ। পর্দার অনুমতি না থাকলে সেই স্কুলে পড়া জায়েজ হবে না। তাছাড়া সহশিক্ষাও জায়েজ নেই। কোন বালিকা বিদ্যালয়ে আপনি ভর্তি হবেন।