আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5255

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 জুন 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম মুহতারাম। আমি একটি স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে প্রভিডেন্ট ফান্ডে নিজের অংশের ৮০ শতাংশ পর্যন্ত লোন নেওয়া যায়। সেক্ষেত্রে নিয়মানুসারে ১০% হারে অতিরিক্ত টাকা সহ মুল টাকা কিস্তিতে বেতন থেকে কেটে নেয়। প্রশ্ন হইলো এই নিয়মে লোন নিলে কি জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুসু সালাম। নিজের অংশের টাক ঋন নিয়ে সুদ দেওয়ার অর্থ হলো ঐ টাকা এখনো আপনার মালিকানায় আসে নি। ঐ টাকা প্রতিষ্ঠানের টাকা হিসেবে গণ্য। এভাবে এই টাকা থেকে সুদে ঋন নেওয় যাবে না, হারাম হবে।