আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5252

বিবিধ

প্রকাশকাল: 16 জুন 2020

প্রশ্ন

প্রশ্নঃসফরে সুন্নত নামাজ আদায় করতে হবে কি?

উত্তর

সময়-সুযোগ থাকলে আদায় করবেন, সওয়াব হবে। আদায় না করলে সওয়াব হবে না। তবে ফরজ সালাত একাকী পড়লে ৪ রাকআত বিশিষ্ট সালাতগুলো ২ রাকআত পড়বে।