না, অমুসলিমদের কাছেও কোন হারাম জিনিস বিক্রয় করা যাবে না। তালিবানদের বিরুদ্ধে একটি অপপ্রচার যে, তারা আফিম বিক্রি করে। এটা সম্পূর্ণ অপপ্রচার ও ভিত্তিহীন কথা। বরং তারা এগুলো চাষাবাদ থেকে বিরত থাকতে বলেছে এবং বিকল্প ফসল চাষ করার ব্যবস্থা হবে বলে জানিয়েছে। এতো দিন যা হয়েছে আমেরিকার বসানো সরকারের অধিনে, তারা এই চাষ নিষিদ্ধ করে নি, বা বিকল্প ফসলের ব্যবস্থাও করে নি। । সেই দায় তারা জবরদস্তিভাবে নতুন তালেবান সরকারের উপর চাপাতে চাই। বিশ্বব্যাপী ইসলামী দল ও মুসলিম জাতির উপর যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এটাও তারই অংশ। বিস্তারিত https://islamqa.info/ar/answers/40651/%D9%87%D9%84-%D9%8A%D8%AC%D9%88%D8%B2-%D8%A8%D9%8A%D8%B9-%D8%A7%D9%84%D9%85%D8%AD%D8%B1%D9%85%D8%A7%D8%AA-%D9%83%D9%84%D8%AD%D9%85-%D8%A7%D9%84%D8%AE%D9%86%D8%B2%D9%8A%D8%B1-%D9%84%D8%BA%D9%8A%D8%B1-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D9%84%D9%85%D9%8A%D9%86