আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5244

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 জুন 2020

প্রশ্ন

আমরা দুই ভাই এবং আমাদের কোন বোন নেই। আমার পিতা মাতা উভয়ই জীবিত। আমার মা আমার নানার নিকট থেকে পাওয়া ওয়ারিশ সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিতে চান। কিন্তু আমার পিতা যদি রাজি না হন এবং তারপরও যদি আমাদের মা আমাদের সম্পত্তি লিখে দেন তবে কি আমাদের পিতার হক নষ্ট হবে?

উত্তর

লিখে কেন দিবেন? পরবর্তীতে আপনারাই তো পাবেন তার সম্পদ। এভাবে সম্পদ লিখে দিলে ওয়ারিশরা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়, তাই ওয়রিশদের জন্য সম্পদ লিখে দেয়া যাবে না। যদি ওয়রিশ বাদে অন্য কারো কিছু সম্পদ দিতে চান তাহলে লিখে দিতে পারেন। আপনার পিতা রাজি হন আর না হন, লিখে দেওয়া যাবে না। লিখে দেওয়ার একটি কুফল দুনিয়াতেও অনেক সময় প্রকাশ পায়। বৃদ্ধ অবস্থায় কেউ তার দায়িত্ব নিতে চাই না।