আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5237

যাকাত

প্রকাশকাল: 1 জুন 2020

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
আমি মোহাম্মদ আব্দুল হক আমার সব সম্পদের বিবরণ একটা উদহারণ হিসাবে দিলাম আমি এর পরিমান কম বেশি করে হিসাব করবো আমাকে একটি ফর্মূলা দিবেন যাতে আমি হিসাব তা সহজ এ করতেপারি। আমি প্রথম বছর এবং পরের বছর যেন হিসাব করতে পারি। 1.Bank cash- ব্যাংকে নগদ জমা 50000 2.FDR- 100000 3.DPS -মাসিক জমা (DPS) 24159 Monthly 289908
4.Insurance -মাসিক জমা (Insurance) 3225 Monthly 38700
5.Capital market (amount of money All share) -ক্যাপিটাল মার্কেট (শেয়ার এর টাকার পরিমান )250000
6.I will get the money I borrowed earlier-আমি টাকা পাবে যা পূবে ধার দিয়েছিলাম100000
7.cash in hand -হাতে নগদ 55000
8.gold-স্বর্ণ 89000
9.prize bond-প্রাইজ বন্ড 10500
আমার কিছু প্রশ্ন আছে। ১.FDR এর টাকা কি প্রতি বছর জাকাত দিতে হয়? নাকি পরের বছর কেবল বাড়তি টাকার উপর জাকাত দিতে হবে?
২.প্রথম বছরের যাকাতের টাকা কি পরবর্তী বছর দেওয়া যাবে?
৩. আমার ইন্সুরেন্স ২০ বছর ইন্সুরেন্স এর টাকা কি প্রতি বছর জাকাত দিতে হবে নাকি পরের বছর কেবল বাড়তি টাকার উপর জাকাত দিতে হবে? কারণ ইন্সুরেন্স এর টাকা মাসে মাসে জমা হয়, একই ভাবে PDS?

উত্তর

আপনার উল্লেখিত সকল টাকার যাকাত দিতে হবে। এবং প্রতি বছর পূর্ণ টাকার যাকাত দিতে হবে। শুধু বাড়তি টাকার যাকাত দিলে হবে না। যাকাতযোগ্য সম্পদের মালিক হওয়ার এক বছর পর যাকাত দিতে হয়। যাকাত দেওয়ার সময় যত টাকা থাকে সব টাকার উপর যাকাত দিতে হবে। সব টাকার উপর এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। যেমন প্রতি বছর যদি আপনি রমাজান মাসে যাকাত দেন তাহলে রমাজান মাসে আপনার কাছে যত টাকা থাকবে সব টাকার উপর যাকাত দিতে হবে। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।