প্রশ্ন নং- ০১ঃ ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়ে মসজিদে গিয়ে যদি দেখা যায় যে, জামাত শুরু হতে আরো ৩/৪ মিনিট বাকি আছে। তাহলে কি ২ রাকাত দুখলুল মসজিদ নামাজ পড়ে মসজিদে বসবো? নাকি দুখলুল মসজিদ না পড়েই বসে পড়বো?
প্রশ্ন নং-০২ঃ কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা তো সুন্নাত। তাবে, উক্ত দাওয়াতকারী যদি হারাম উপার্জনশীল হন তাহলে করণীয় কি?