আমি এক গরু ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা মুলধন দিয়েছি তার বিনিময়ে উনি আমাকে শর্ত দিয়েছেন উনি যা দিবেন আমি তাই যাতে নিই। যদিও আমি শর্ত রেখে ছিলাম আমি লাভলস দুটোরই ভাগ নিবো কিন্তু উনি রাজি হয়নি, তাতে নাকি উনার পোষাবে না তার চেয়ে উনার ইচ্ছামত আমায় কিছু দিবে। এইকথার উপর আমি ব্যবসা করলে কি সেটা হালাল হবে?
উল্লেখ্য যে গত কুরবানির ১ মাস আগে উনি আমায় টাকা নেওয়ার ১৫-২০ দিনের মধ্য মুল টাকার সাথে ৪০০০ টাকা দিয়েছেন এবং তারপর আবার নিয়ে ঈদের বাজার মন্দা যাওয়ায় ঈদের পর ১ হাজার লাভ সহ পুরু টাকা দিয়েছেন। তারপর এখন আগের শর্তে ১ বছরের জন্য পুরু টাকা দিয়েছি।