আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5230

সালাত

প্রকাশকাল: 25 মে 2020

প্রশ্ন

বার্থরুমে ওযু করা যাবে কি না, করা গেলে সেটি কিভাবে? ২. ওযুর আগে দাঁড়িয়ে মিসাক করিলে সুন্নাত পালন হবে কি? ৩. ওযু শেষে কালেমা পড়ার সময় হাত দিয়া আকাশ এর দিক আঙ্গুল তুলা শরীয়াতের সুন্নাহ কি? আমার পূর্বের প্রশ্নের উত্তর এর জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম পরকাল দেন করুন। আমিন

উত্তর

বাথরুমের ভিতর ওযু করার ব্যবস্থা থাকলে স্বাভাবিক নিয়মেই ওযু করা যাবে। ২। জ্বী, দাঁড়িয়ে মেসওয়াক করলেও সুন্নাত আদায় হবে। ৩। না, ওযুর শেষে দুআ পড়ার সময় আকাশের দিকে আঙুল তোলা সুন্নাহ নয়। সূত্র: https://islamqa.info/ar/answers/129501/%D8%AD%D9%83%D9%85-%D8%B1%D9%81%D8%B9-%D8%A7%D9%84%D8%A7%D8%B5%D8%A8%D8%B9-%D8%B9%D9%86%D8%AF-%D8%A7%D9%84%D8%AA%D8%B4%D9%87%D8%AF-%D8%B9%D9%82%D8%A8-%D8%A7%D9%84%D9%88%D8%B6%D9%88%D8%A1