আমি ভেকু তে মাটি কাটার কাজ করি… আমার বাড়ি পাবনা কিন্তু আমাদের আমার কাজের স্থল ঝিনাইদহ.. দূরত্ব 77 কিলোমিটার.. কাজের জন্য দুই তিন দিন পর পড়ে আমাদের জায়গা পরিবর্তন করতে হবে.. আজ এখানে কাজ হয় তো কালকে আরেক জায়গায়… এভাবেই সাত-আট মাস কাজ চলতে থাকে…. ঠিকমতো এক ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় না বললেই চলে…. এমতাবস্থায় আমার সালাত কি কসর করতে হবে? নাকি সম্পূর্ণ সালাত আদায় করতে হবে..?
দুই ওয়াক্ত সালাত একসাথে পড়ার সময় চার রাকাত করে সব পড়তে হবে নাকি দুই রাকাত দুই রাকাত করে পড়তে হবে? জাঝাকুমুল্লাহ