আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5227

বিবাহ-তালাক

প্রকাশকাল: 22 মে 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম।জনাব আমি আমার এক খালাতো বোনকে পছন্দ করি ও আমাকে পছন্দ করে আমাদের ভিতর এক বছরের সম্পর্ক।কিন্তু আমি এই সম্পর্কের গুনাহ ভালভাবে জানার পর চেষ্টা করি এটা থেকে বের হয়ে হালাল সম্পর্কে ঢুকার জন্য। আমি তাকে ছাড়ার কথা চিন্তা করতে পারিনা। আমি তারথেকে দূরে থাকার চেষ্টা করলে অসুস্থ হয়ে যায়। কয়েকবার হয়েছি ও। আমার বোন ও সঠিক সম্পর্কে আসতে চাই তাই সে আমকে বলেছে ও আমি যেন শুধু আমার বাড়ি বলে ওর বড়িতে শুধু আকদ এর কথা বলি। এখন তার কোন ভরনপোষণ আমাদের বহন করা লাগবেনা শুধু সম্পর্ক টা হালাল হোক। আমি আমার মাকে এই কথা গুলা বলছি মা রাজি আছে কিন্তু আমার মা আমার বাবাকে বলতে পারবেনা আমাকে ও বলতে নিষেধ করেছেন মা বলছেন এটা এখন আব্বা মানবেন না, শুনলে রেগে যাবেন আর আমর আর আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন, এমনকি আমকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। কারন তিনি প্রায় সব কথাতে এ বিপক্ষে থাকেন এবং আমার মায়ের পক্ষের আত্নীয় দের বেশি পছন্দ করেন না। আমার মা আমকে আমর চাকরি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছেন।কিন্তু তার জন্য কমপক্ষে ২ বছর লাগবে। এখন আমার বোন কে তার বাড়ি থেকে বিয়ে দেয়ার জন্য ছেলে ও দেখছে। আমি এখন কি করব বুঝতে পারছিনা। দয়া করে আমাকে পরামর্শ দিয়ে সাহায্যে করুন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পিতাকে না জানিয়ে বিয়ে করার পরামর্শ আমরা আপনাকে দিতে পারি না। কোথায়, কার সাথে বিয়ে হলে আপনার জন্য ভালো সেটা আপনার চেয়ে আপনার আব্বা ভালো জানে। যেহেতু সমস্যা আপনারা সৃষ্টি করেছেন, সমাধানও আপনাদেরই করতে হবে। আপনার আব্বাকে বুঝিয়ে এই বিয়েতে রাজি করাবেন। তাকে জানানো ছাড়া বিয়ে করলে ভবিষ্যতে বড় ধরণের ঝামেলার সৃষ্টি হতে পারে, যার সমাধান করা আরো জটিল ও কঠিন হয়ে পড়বে।