আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5224

হালাল হারাম

প্রকাশকাল: 19 মে 2020

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। দরিদ্র ছাত্রদের জন্য বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার স্কলারশিপ এর ব্যাবস্থা আছে। সমস্যা হল এই স্কলারশিপ এর ইনকাম সোর্স সম্পর্কে আমরা খুব কম জানি। এমন অবস্থায় আমি কি করব? আমার কি স্কলারশিপ এর টাকা নেওয়া হালাল হবে?। হুজুর দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দরিদ্র-অসহায় হলে বৃত্তি দাতা প্রতিষ্ঠানের ইনকাম হারাম হলেও বৃত্তির টাকা নিতে সমস্যা নেই। তবে সচ্ছল কেও এই বৃত্তির টাকা নিবে না। তবে ইনকামের কিছু যদি হারাম হয় আর কিছু যদি হালা হয় তাহলে সকলেই বৃত্তির টাকা নিতে পারবে।