আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5223

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 18 মে 2020

প্রশ্ন

সিগারেট কোম্পানি থেকে দেওয়া টিশার্ট/গেঞ্জি পরিধান করা যাবে কি? উল্লেখ্য টিশার্ট বা গেঞ্জিতে কোন সিগারেট কোম্পানি বা সিগারেট এর নাম নেই। টিশার্ট টিতে লেখা আছে (Ask me about an international test) আর কিছুই লেখা নেই।

উত্তর

সিগারেট কোম্পানীগুলোর আয়ের ১০০ ভাগ হারাম। তাই তাদের থেকে কোন কিছু নেয়া যাবে না। তবে অসহায় মানুষরা নিলে সমস্যা হবে না আশা করি।