আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5211

সালাত

প্রকাশকাল: 6 মে 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, কেউ যদি জামাআতে সালাত আদায় করার সময় একটা সিজদা দিয়ে দ্বিতীয় সিজদার সময় ঘুমের কারণে ভুলে না দিয়ে বসে থাকে। এরপর হুজুর যখন দারিয়ে যায় তখন আবার হুজুরের সাথে দারিয়ে যায় এবং যথাযথভাবে নামাজের পরবর্তী অংশ শেষ করে। তার ঐ একটা সিজদা মিস হওয়ার কারণে কি নামাজ সম্পূর্ণ হবে? নাকি তাকে সম্পূর্ণ নামাজ আবার পড়তে হবে?
জাযাকুমুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তাকে সম্পূর্ণ নামায আবার পড়তে হবে। কারণ সাজদা ফরজ। আর ফরজ ইচ্ছায়-অচ্ছিায় বাদ পড়লে নামায বাতিল হয়ে যায়।