আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5209

ঈদ কুরবানী

প্রকাশকাল: 4 মে 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম
শায়েখ, আমার বড় চাচা সাবেক ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) কর্মকর্তা। তিনি শহরে থাকেন তবে ছোট বেলা থেকে দেখে আসছি কুরবানী ঈদ এ তিনি গ্রামে কুরবানী করেন । এবারও করবেন। আমার বাবা গরীব হওয়ায় কুরবানী করেন না। বড় চাচা আর বাবা এখনো আলাদা হননি। আগে জানতাম না তাই তার দেওয়া কুরবানীর গোস্থ খেতাম। কিন্তু এখন জেনেছি ব্যাংকে চাকরি করে আয় করা টাকা বৈধ নয়। এখন চাচার প্রদত্ত কুরবানীর গোস্থ কি আমিসহ আমার পরিবার খেতে পারবো? কুরবানীর সময়ে গোস্থ ছাড়া অন্য কিছু রান্না করাও হয় না। তাছাড়া বড় চাচা রাগী হওয়ায় এবং আমি যুবক ও আমার পরিবার গরিব হওয়ায় চাচাকে বলতেও পারছি না যে তার টাকা বৈধ নয়। একসাথেই খেতে হয় তাদের সামনে গোস্থ না খেয়েও পারছি না। না খেলে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ভয়ে। আমি আল্লাহকে ভয় করি এবং সর্বদা তার হুকুম পালন করতে চায় । কিন্তু এই কঠিন সময়ে আমি কি করতে পারি? প্লিজ আমাকে দ্রুত কুরআন হাদিস অনুযায়ী পরামর্শ দিবেন। জাযাকুমুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।কোন ব্যক্তিরআয়ের অধিকাংশ যদি হারাম হয় তাহলে সেই ব্যক্তির থেকে কোন উপহার গ্রহন বা তার বাড়িতে খাওয়া তথা আর্থিকভাবে কোন উপকৃত হওয়া অধিকাংশ আলেম হারাম বলেছেন, অনেকে মাকরুহ বলেছেন, শায়েখ উসায়মিন ও শায়খ বিন বাজসহ কেউ কেউ জায়েজ বলেছেন। আর অধিকাংশ হালাল হলে গ্রহন করতে সমস্যা নেই। আর যদি পুরোপুরি হারাম হয় তাহলে তার থেকে কোন কিছু গ্রহন করা যাবে না।আপনি এখন দেখুন কী করবেন। যদি কোন ভাবে এটা এড়ানো যায় তাহলে সেটাই উত্তম হবে। https://islamqa.info/ar/answers/171922/%D8%AD%D9%83%D9%85-%D9%82%D8%A8%D9%88%D9%84-%D8%B6%D9%8A%D8%A7%D9%81%D8%A9-%D9%85%D9%86-%D8%A7%D8%AE%D8%AA%D9%84%D8%B7-%D9%85%D8%A7%D9%84%D9%87-%D8%A7%D9%84%D8%AD%D9%84%D8%A7%D9%84-%D8%A8%D8%A7%D9%84%D8%AD%D8%B1%D8%A7%D9%85 https://ar.islamway.net/fatwa/68442/%D8%A7%D9%84%D8%A3%D9%83%D9%84-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D9%85%D8%A7%D9%84-%D8%A7%D9%84%D9%85%D8%AE%D8%AA%D9%84%D8%B7