আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5204

হালাল হারাম

প্রকাশকাল: 29 এপ্রিল 2020

প্রশ্ন

প্রাইমারী সকুলে চাকরি করা কি জায়েজ? প্রতিদিন জাতীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, পহেলা বৈশাখ, শোক দিবস, বিজয় দিবস, এসব সম্পর্কে শিক্ষা দান করা হয়। আবার গান, কবিতা, ছবি আঁকানো প্রাণীর এগুলাও শেখাতে হয়।

উত্তর

প্রাইমারী স্কুলে মূল কাজ পড়াশোনা করানো। সুতরাং এখানে চাকুরী জায়েজ। আর ইসলাম বিরোধী যে কাজগুলো করবে সেই কাজের জন্য গুনাহ হবে।