আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5199

বিবিধ

প্রকাশকাল: 24 এপ্রিল 2020

প্রশ্ন

শায়েখ আসসালামুয়ালাইকুম আমার প্রশ্ন হলো : আমার সুদি ব্যাংকে একাউন্ট যেটার সুদের টাকা আমি প্রতি মাসে সওয়াব এর নিয়ত ছাড়া দান করে দিতাম এখন এই একাউন্ট এ আমি আর কনো প্রকার লেনদেন করি না। এখন আমাকে কি একাউন্টটি পুরাপুরি বন্ধ করে দিতে হবে নাকি ব্যাবহার না করলেএ হবে? কারন আল্লাহ যতটুক সামর্থ দিয়েছে চেস্টা করি সুদ থেকে দূরে থাকতে। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিনা প্রয়োজনে সুদ ভিত্তিক কোন ব্যাংকের সাথে জড়িত থাকার কোন দরকার নেই। পুরোপুরি বন্ধ করে দেওয়ায় ভালো।