মুহতারাম, আমি এবং আমার স্ত্রী সন্তানদের শিক্ষা/পড়াশুনার সময় হলে অথবা অযথা সময় নষ্ট করলে অথবা খেলাধুলায় বেশি সময় ব্যয় করলে অথবা কথা না শুনলে প্রায়ই বলে থাকি এই যে পড়াশুনা করছ না/ অযথা সময় নষ্ট করছ/ বেশি খেলাধুলা করছ/কথা শুনছ না দেখো জীবনে পস্তাতে হবে/জীবনে কিচ্ছু করতে পারবি না/কোন চাকরি পাবি না/তোর জীবন ধ্বংস হয়ে যাবে ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে আমি এবং আমার স্ত্রী সন্তানদের ভালোর জন্য এই যে কথাগুলো জীবনে পস্তাতে হবে/জীবনে কিচ্ছু করতে পারবি না/কোন চাকরি পাবি না/তোর জীবন ধ্বংস হয়ে যাবে ইত্যাদি বলে থাকি ইসলামি জীবনবিধান অনুযায়ী এটা বলা যাবে কিনা?