সিমেন্ট এর ফ্লোরে বাচ্চা প্রস্রাব করে দিলে তা নিজে নিজে শুকিয়ে গেলে ঐ জায়গায় ভিজা পা লাগিলে পা কি নাপাক হবে?
উত্তর
যে সব জিনিস তরল বস্তু চুষে নিতে পারে না, যেমন টাইলস আয়না, সেখানে নাপাক লাগলে নাপাক মুছে দিলে পাক হয়ে যাবে। আর পাক হয়ে গেলে ভেজা পা লাগলেও সমস্যা নেই। নিজে নিজে শুকিয়ে গেলেও এই সব জিনিস পাক হয়ে যাবে, পাক হয়ে গেলে ভেজা পা লাগলেও সমস্যা নেই।