আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5185

নামায

প্রকাশকাল: 10 এপ্রিল 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ,
১| নামাজ এর মধ্যে প্রতি রাকাআত এ সুরা এর প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কি?
২। আযান এর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সূরার প্রথম থেকে শুরু করলে বিসমিল্লাহ পড়বেন। সূরার মাঝ থেকে শুরু করলে বিসমিল্লাহ না পড়লেও চলবে। ২।আজানের পর দরুদ পড়বে এবং এই দুঅ পড়া اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمداً الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته، সহীহ হাদীস দ্বারা প্রমাণিত সুন্নাত।