আসসালামু আলাইকুম হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব জুমুআ এর খুতবার আলোচনায় বলেছেন, বিবাহের সময় কোনো মেয়ে তার স্বামীর দেনমোহর মাফ করে দিতে পারবে না। কারণ দেনমোহর আল্লাহ দিতে নির্দেশনা দিয়েছেন সেখানে মেয়ে মাফ করবে কেমনে? সাথে বলেছেন, দেনমোহর আদায় না করে বিয়ে করলে তাদের সেই বিয়ে হবে না। যতদিন তারা একসাথে থাকবে যিনা করার গুনা হবে এবং যত সন্তান হবে সব যারজ সন্তান হবে। আমার প্রশ্ন হুজুরের এমন আলোচনা কি কুরআন-সুন্নাহ সম্মত? এ বিষয়ে সঠিক তথ্য জানাবেন প্লিজ