আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5179

ঈমান

প্রকাশকাল: 4 এপ্রিল 2020

প্রশ্ন

আস সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ২/৩ বছর যাবৎ প্রায় নিয়মিতই নামাজ পড়ি।আমার বয়স ২৬/২৭।আমি একটি কোম্পানিতে ২০ টাকা বেতনের চাকরি করি ।বাড়িতে আলাদা ঘর না থাকায় বিয়া করতে পারছিনা।এখন আমি গোপন পাপ থেকে নিজেকে রাখতে পারছিনা। একই সাথে মাঝে মাঝে আমি নিজের ঈমান কে প্রশ্ন বিদ্দ করে ফেলি। নিজে নিজেই আল্লাহ এর অস্তিত্ব খুঁজে নিজে কে বুঝাই আল্লাহ আছেন। পরকাল আছেন। আমাকে একজন প্রকৃত মুমিন হতে করণীয় জানাবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঘর না থাকলেও আপনি বিয়ে করতে পারেন। অল্প টাকায় একটি ছোট বাসা ভাড়া নিযে থাকবেন। নিজেকে পাপ থেকে মুক্ত রাখার জন্য এটা করা এখন আপনার জন্য জরুরী। ইমান বিরোধী কোন কিছু মাথায় আসলে আউযুবিল্লাহ পড়ে ঐ চিন্তা থেকে দ্রুত অন্য কাজে নিয়োজিত হবেন। সকল ফরজ ইবাদতগুলো যথাযথ পালন করুন, হারাম থেকে নিজেকে বিরত রাখুন। আল্লাহর কাছে সব সময় ইমানের উপর অটল থাকার দুআ করবেন। আমরাও আপনার জন্য এই দুআ করছি।