আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5171

ফারায়েজ

প্রকাশকাল: 27 মার্চ 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ আপনার কাছে একটা বিষয় জানতে চাই। উত্তর পেলে খুশি হবো । আমার নানার বাবা জীবিত অবস্থায় আমার নানার মৃত্যু হয়। আমার নানারা তিন ভাই এর মধ্যে আমার নানা বড়ো । এমতাবস্থায় আমার নানার বাবা তার সমস্ত সম্পত্তি তিন ভাগে ভাগ করে আমার তিন মামার নামে লিখে দেন এক অংশ, বাকি সম্পত্তি মেঝো নানা এবং ছোটো নানার নামে লিখে দেন। তখন আমার মা এবং তিন খালা ছোটো ছিলেন। আমার মা এবং খালারা সকালে বড়ো হয়ে তাদের সকলের বিবাহ হয়েছে কিন্তূ আমার মামারা এখন পর্যন্ত মা এবং খালাদের কোনো সমাপ্তির ভাগ দেয়নি এটা কি অন্যের সম্পদ আত্মসাৎ এর পর্যায় পড়ে কিনা বা তাদের আত্মসাৎ এর গোনাহ হবে কিনা। এখন এই সম্পত্তি বিক্রি করে হজ্জ করতে যাচ্ছেন এটা কি উচিত হবে আমাকে সঠিক বুঝ টা দিবেন এই কামনায় করি ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার মামারা আত্মসাত করেছে এটা বলা যাবে না। কারণ আপনার নানার বাবা আপনার মামাদেরকে লিখে দিয়েছেন, আপনার মা-খালাদেরকে দেই নি। তবে আপনার মামদের উচিৎ কিছু সম্পদ আপনার মায়েদেরকে দেওয়া। আপনার নানার বাবারো উচিত ছিল আপনার মা-খালাদেরকে কিছু লিখে দেওয়া।