আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5170

ঈদ কুরবানী

প্রকাশকাল: 26 মার্চ 2020

প্রশ্ন

আমি ইনকাম করি এবং নেসাব পরিমান সম্পদ থাকার কারনে আমি কোরবানি দিব ইনশাআল্লাহ কিন্তু আমার স্ত্রী কোন ইনকাম করে না বা অন্য কোন পন্থায় তার কামাই নেই, সে সাধারন গৃহীনি। কিন্তু তার নিকট স্বর্নালংকার রয়েছে যা নেসাব পরিমান হয়ে যায়… এক্ষেত্রে তার উপর কি আলাদা ভাবে কোরবানি ওয়াজিব হবে?

উত্তর

হানাফী ফিকহ অনুসারে আপনার স্ত্রীর উপরে আলাদাভাবে কুরবানী ওয়াজিব, এবং দেওয়া ভালো। যদি তার টাকা না থাকে তাহলে আপনি কষ্ট করে তার জন্য একটু কুরবানীর পশু কিনে দিতে পারেন। তবে অনেক ইমাম ও ফকীহ বলেছেন, এক পরিবারের জন্য একটি কুরবানীই যথেষ্ট। দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 0932 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন।