আসসালামু আলাইকুম,
প্রিয় শায়েখ, আমি বিয়ে করেছি ২ বছর, একে অপরকে পছন্দ করে কিন্তু পারিবারিক ভাবে, আমার ৬ মাসের বাচ্চা আছে, আমি বেকার, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতেই মূলত পরিবারকে বুঝিয়ে বিয়ে করি, ২ বছরে খুব ভালো চাকরি পায়নি এখনও, কিছুদিন চাকরি করেছি, তখন স্ত্রীকে হাতখরচ দিতাম, স্ত্রী তার বাবার বাড়িতে থাকে তার নিজের ও পরিবারের পছন্দেই, সেক্ষেত্রে তার খরচ আমাকে বা আমার বাবাকে বহন করতে হবে কি না? আর যেহেতু আমি এইমুহুর্তে বেকার সেক্ষেত্রে আমার জন্য শরীয়তের বিধান কি, আর এই বিষয়ে ঝামেলার কারণে আমার স্ত্রী সহবাসের জন্য বাধা দেয়,সেক্ষেত্রে তার বিধান কি, ইনশাল্লাহ আমাদের ডিভোর্সের কোন সম্ভাবনা বা ইচ্ছা নেই?